ভারত থেকে ভুল পথে বাংলাদেশে আসা যুবককে বিএসএফ এর মাধ্যমে ভারতে ফেরত দিলো ইয়ূথ ফোরাম বাংলাদেশ।
আজ থেকে ৭দিন আগে ভারত থেকে হারুপাড়া দিয়ে রাজশাহী শহরে ঢুকে পড়ে ২০ বছরের মইদুল। তার বাড়ী লালবাগ নমু ব্রিজের পাশে মুর্শিদাবাদ, ভারত।
মইদুল হাটতে হাটতে পদ্মা নদীর পাড়ে আসলে নদীতে ইঞ্জিন চালিত নৌকার মাঝি মোঃ মাসুম তার বাড়ীতে নিয়ে যান। নেয়ার পর যুবকের খিচনী উঠলে তাকে সেবা যত্ন করে পুরনো পোশাক ফেলে দিয়ে নতুন পোষাক কিনে দেন।
ভারত থেকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম এর সাধারণ সম্পাদক কিরিটি রায় ফোন করেন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কমিউনিকেশন এডভাইজার মোঃ কোরবান আলী।
ইয়ূথ ফোরাম বাংলাদেশকে। কোরবান আলী খোঁজ করে নিশ্চিত হন। পরে ২৮ এপ্রিল রাতে ঢাকা থাকে রাজশাহীতে আসেন।
আজ ২৯ এপ্রিল রোজ সোমবার সকাল ৮ টায় সরে জমিনে আসেন রোটারিয়ান এডভোকেট আলেয়া বেগম লাকী, কোঅডিনেটর ইয়ূথ ফোরাম বাংলাদেশ। মোঃ প্রিন্স আলীফুল ইসলাম আলিফ ঢাকা জেলা প্রতিনিধি সময়ের দাবী, অনলাইন পোটাল। মোঃ কোরবান আলী।
বিভিন্ন আলাপ আলোচনা শেযে মাঝির বাড়ী থেকে মইদুলকে ইঞ্জিন চালিত নৌকা করে পদ্মা নদী পাড়ি দিয়ে একযোগে ৫ টি মোটর সাইকেল করে হারুপাড়া বিজিবি পিলারের সামনে দাঁড়ালে ভারত থেকে মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম এর সাধারণ সম্পাদক কিরিটি রায় কাহারপাড়া বিজিএস এর গাড়ীতে আসলে বিজিবিদেরকে বোঝাতে সক্ষম হয়েছি মইদুল মানসিক রোগী পরে মইদুলকে ভারতে নিয়ে যান। বিকাল ৪ টায় কিরিটি রায় নিশ্চিত করেছেন মইদুলকে মেডিকেল টেস্ট করে বিজিএস তার বাসায় পৌছিয়ে দিবেন।
ইয়ূথ ফোরাম বাংলাদেশ বিগত ১০ বছর যাবত দেশে ও বিদেশে বিভিন্ন মানবতার কাজে ব্রতী।