নভেম্বরের ২০ তারিখ থেকে শুরু হয়েছে ‘গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এ বছর উৎসবটির ৫৩তম আসর বসতে চলেছে। মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ ফিল্ম বাজার পুরস্কার। তরুণ নির্মাতাদের সহায়তার লক্ষ্যে এই সুযোগ তৈরি করা হয়েছে।
নির্মিতব্য, নির্মাণকাজ শেষ হয়েছে, চলচ্চিত্র উৎসবে অংশ নিতে চায়, বিশ্ববাজারে পরিবেশক ও অংশীদার খুঁজছে- ভিউয়িং রুম বিভাগে ভারত বা দক্ষিণ এশিয়ার এমন সিনেমাকে পুরস্কার দেওয়া হয়।
এবার এই পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘আগন্তুক। সিনেমাটি ফিল্ম বাজারের ভিউয়িং রুম সেকশন থেকে জিতেছে ‘প্রাসাদ ডিআই অ্যাওয়ার্ড’। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঘোষণা করা হয়েছে এ পুরস্কার।
‘আগন্তুক’ নির্মাণ করেছেন বিপ্লব সরকার। পুরষ্কারের বিষয়টি সংবাদমাধ্যমকে তিনিই নিশ্চিত করেছেন। তবে ভিসা জটিলতার কারণে উৎসবে অংশ নিতে পারেননি তিনি। নির্মাতা জানান, পুরস্কার পাওয়ায় তিনি প্রসাদ ল্যাবে ডিআই (ডিজিটাল ইন্টারমিডিয়েট) এবং ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) করার সুযোগ পাবেন।
কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে এগিয়ে গেছে সিনেমাটির গল্প। ফিল্মবাজারের জুরিবোর্ডে বেশ প্রশংসিত হয়েছে এই ছবি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, শাহানা সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন ও নাঈমা তাসনিম। ‘আগন্তুক’ প্রযোজনা করেছেন রম্য রহিম চৌধুরী, তাজুল হক, সাইফুর রহমান লেনিন ও বিপ্লব সরকার।
এবার ফিল্মবাজারের ভিউয়িং রুমে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ২৪৭টি ছবি। রিকমেন্ডস বিভাগে জায়গা করে নেয় ৩০টি ছবি। এ পুরস্কার অর্জনে দেশের নির্মাতাদের শুভেচ্ছায় সিক্ত বিপ্লব সরকার।