অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট এবং জম্মু ও কাশ্মীর থেকে আসা শিক্ষার্থীদের জন্য ছাত্র ভিসানীতি কঠোর করছে। এর প্রধান কারণ হলো, কিছু শিক্ষার্থী শুধুমাত্র বসবাসের উদ্দেশ্যে ছাত্র ভিসার অপব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের মাধ্যমে অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থার সুনাম রক্ষা ও ভিসার অপব্যবহার কমানো হবে। কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে এই রাজ্যগুলো থেকে নতুন আবেদন গ্রহণ করা বন্ধ করে দিয়েছে। যারা এখনও আবেদন করতে পারবে তাদের ভিসার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
এই নিষেধাজ্ঞার কারণে অনেক প্রকৃত শিক্ষার্থী যারা পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক, তারা সমস্যায় পড়েছেন এবং হতাশ হয়েছেন। এই ঘটনা ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষা সংক্রান্ত সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।