২১ আগস্ট রোববার বিকেল পাঁচটায় ভারতের আগরতলা প্রেসক্লাবে মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি আগরতলা, ত্রিপুরা থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশ ও সম্মাননা জ্ঞাপন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী বর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থ আগরতলা ত্রিপুরার যে ৭২ জন লেখক-কবি লেখা রয়েছে, আলোচনা সভা ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে স্মারকগ্রন্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আগরতলান্থিন নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনের উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থ ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্মারকগ্রন্থের সম্পাদক ডক্টর দেবব্রত দেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সম্মাননা প্রাপক এবং বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী, বাংলাদেশ কবিতা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মানিক মজুমদার, পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী মধুমিতা বসু, পশ্চিমবঙ্গের কবি ও লেখক অর্চনা দে বিশ্বাস এবং ইয়ুথ ফোরাম বাংলাদেশের সমন্বয়ক এডভোকেট আলেয়া বেগম লাকি।
এছাড়া বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী হিসেবে সম্মাননা পান সময়ের দাবি পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ কোরবান আলী।