সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে ভুটানের থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে মাঠে নামে বাংলাদেশ। যেখানে যোগ করা সময়ের একমাত্র গোলে ভারতের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগার যুবদের।
এদিন বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ম্যাচের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশ। ভারতের বিপক্ষে রক্ষণ আঁটসাট করে খেলার চেষ্টা করে বাংলাদেশ। বাংলাদেশ মাঝেমধ্যে প্রতি আক্রমণ নির্ভর খেলে দুয়েকবার চেষ্টা করেও গোল পায়নি। বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণে এগিয়ে থেকেও ভারত একটির বেশি গোল পায়নি।
৮ মিনিটে ভারত সুযোগ পায়। ভারত লেইরেনজেম বক্সে ঢুকে একক প্রচেষ্টায় গোল করতে পারেননি। গোলরক্ষক বেরিয়ে এসে তা রুখে দেন। ২৭ মিনিটে বাংলাদেশের মুর্শেদ আলী ফ্রি কিক পোস্টের বাইর দিয়ে যায়। তাতে গোলশূন্য নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে ভারত ও বাংলাদেশ আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চালালেও প্রথমার্ধের পর বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করে। ৭২ মিনিটে ভারতের একজনের হেড ক্রসবারের ওপর দিয়ে গিয়ে সুযোগ নষ্ট হয়। ৭৮ মিনিটে আবারও ভারতের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল পাওয়া হয়নি।
গোল পেতে মরিয়া ভারত বারবারই বাংলাদেশের রক্ষণভাগে আঘাত হানছিল। শেষে ম্যাচের যোগ করা সময়ে ভারত গোলের দেখা পায়। শেষপর্যন্ত ওই ব্যবধান রেখেই আসরের প্রথম ম্যাচে জয় তুলে নেয় ভারত। এই এক গোলে জিতে ভারতের সেমিফাইনাল নিশ্চিত।
২২ সেপ্টেম্বর গ্রুপে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ খেলবে। নক আউট পর্বে যেতে হলে সেই ম্যাচ থেকে পয়েন্ট নিতেই হবে সাইফুল বারী টিটুর দলকে।