ভারত, সিরিয়া, ইন্দোনেশিয়াসহ ছয়টি দেশের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করছে মস্কো। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ইভগেনি ইভানভকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।
ইভানভ বলেন এ বিষয়ে ‘ভারত ছাড়াও অ্যাঙ্গোলা, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, সিরিয়া এবং ফিলিপাইনের সঙ্গে কাজ করা হচ্ছে।’
এর আগে ইভানভ বলেন, সৌদি আরব, বার্বাডোস, হাইতি, জাম্বিয়া, কুয়েত, মালয়েশিয়া, মেক্সিকো ও ত্রিনিদাদসহ ১১টি দেশের সঙ্গে ভিসা-ফ্রি ভ্রমণের বিষয়ে আন্তঃসরকারি চুক্তিরও প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে বহু মানুষ প্রাণ হারায়। লাখ লাখ ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়। এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই।
যুদ্ধ শুরুর পর থেকে চীন, ভারত, ও আফ্রিকার দেশগুলোর দিকে ঝুঁকছে মস্কো। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের সম্পর্ক ভালো করার উপায় খুঁজছে তারা।
যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো ও নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন ও ভারত তা থেকে বিরত থেকেছে।
আগ্রাসনের শুরুর দিকে ভারত নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। পরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে রেকর্ড করেছে ভারত। গত মাসে রাশিয়া থেকে দৈনিক ১৬ লাখ ব্যারেল তেল আমদানি করে দেশটি, যা ইরাক ও সৌদি আরব থেকে যৌথভাবে আমদানি করা তেলের চেয়েও বেশি।
এনার্জি কার্গো ট্র্যাকার ভোরটেক্স এর তথ্য বলছে, ভারতে ক্রুড অয়েল রপ্তানি ব্যাপকভাবে বাড়িয়েছে রাশিয়া। রুশ এই তেল পেট্রল ও ডিজেলে রূপান্তর করা হয়। টানা পঞ্চম মাসের মতো ভারত তাদের আমদানির এক-তৃতীয়াংশ তেল রাশিয়া থেকে আমদানি করেছে।
অন্যান্য দেশের চেয়ে কম দামে রাশিয়া থেকে তেল কিনছে ভারত। পশ্চিমাদের চাপ থাকা সত্ত্বেও ভারত নিজেদের অবস্থানে অনঢ় রয়েছে।