রানি এলিজাবেথের মৃত্যুর পর নতুন ব্রিটিশ রাজা হয়েছেন চার্লস। আনুষ্ঠানিকভাবে তার নাম রাজা তৃতীয় চার্লস। ফলে ব্রিটিশ সিংহাসনের নতুন উত্তরাধিকারী হয়েছেন তার ছেলে প্রিন্স উইলিয়াম। এদিকে ওয়েলসের রাজকুমারী উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন। যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজা চার্লস জাতির উদ্দেশ্যে বক্তৃতা দেবার সময় এ কথা বলেন।
১৯৮২ সালে জন্ম নেওয়ার পর থেকেই সিংহাসনের উত্তরাধিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন প্রিন্স উইলিয়াম। বৃহস্পতিবার রানির মৃত্যুর পর চার্লস হওয়ায় এখন তিনিই প্রথম স্থানে চলে এসেছেন। প্রিন্স উইলিয়াম স্বয়ংক্রিয়ভাবে প্রিন্স অব ওয়েলস হয়ে যাবেন না। কারণ এই পদবী একমাত্র রাজা বা রানি উপহার হিসেবে কাউকে দিতে পারেন। তিনি এখন কর্নওয়ালের ডিউক এবং তার স্ত্রী ক্যাথরিন হলেন কর্নওয়ালে ডাচেস।
প্রিন্স উইলিয়াম এতদিন জেনে আসছিলেন একদিন তিনি সিংহাসনের উত্তরাধিকারীর তালিকার শীর্ষে থাকবেন। এই তালিকায় তার পরে রয়েছেন তার ৯ বছর বয়সী বড় ছেলে প্রিন্স জর্জ।