তালেবান হামলার শিকার হয়েও বেঁচে ফিরে আসা পাকিস্তানের নারীশিক্ষা কর্মী ও শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই এবার ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়ে আসছেন। সেখানে দেখা যাবে সাদা-মাটা পোশাকে সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ২৩ বছর বয়সী মালালাকে। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজে ভোগ প্রচ্ছদের দুটি ছবি শেয়ার করেছেন মালালা। ছবিতে লাল, সাদা ও নীলরঙের পোশাকে দেখা গেছে তাকে। পরনে সালোয়ার কামিজ ও মাথায় ওড়না। সাক্ষাৎকারে ওড়নাকে পশতুন সংস্কৃতির প্রতীক উল্লেখ করেন তিনি।
ম্যাগাজিনটিতে গ্রেটা থুনবার্গ ও এমা গনজালেসের মতো কিশোরী সংগঠকদের সঙ্গে বন্ধুত্ব নিয়েও মালালা কথা বলেছেন। তিনি বলেন, ‘একজন কিশোরী হৃদয় যে শক্তি বহন করে সে সম্পর্কে আমি জানি।’ মালালা আশা প্রকাশ করে বলেছেন, ‘প্রচ্ছদে তাকে দেখে নারীরা জানতে পারবে তারাও নিজেদের জীবন বদলাতে পারেন।’ আলোচনার এক পর্যায়ে পরিবেশ নিয়ে কাজ করা গ্রেটা থানবার্গ ও এমা গনজালেসকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালালা। বলেন, ‘একজন কিশোরী হৃদয়ে যে শক্তি বহন করে তা আমি ভালো করেই উপলব্ধি করতে পারি।’