তারকাদের ব্যবহৃত নানা জিনিস নিলামে ওঠা নতুন কিছু নয়। তবে সম্প্রতি এক ব্রিটিশ অভিনেত্রীর ব্যবহৃত একটি ব্যাগ নিলামে বিক্রি হয়েছে ১০ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি ৫৭ লাখ টাকা। এই নজিরবিহীন দামের ব্যাগটি বিক্রির খবর আন্তর্জাতিক নিলাম বাজারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ব্যাগটির মালিক ছিলেন ব্রিটিশ অভিনেত্রী জেন বার্কিন, যিনি ‘ব্লো-আপ’ ও ‘ডেথ অন দ্য নাইল’-এর মতো ছবির জন্য খ্যাত। ফ্যাশন দুনিয়ায় বহুল জনপ্রিয় ‘বার্কিন ব্যাগ’ নামটি তার নাম থেকেই এসেছে। ১৯৮৪ সালে একটি বিমানে সফরকালে হার্মেসের ডিজাইনার জঁ লুই দ্যুমাকে স্টাইলিশ ও ব্যবহারযোগ্য একটি ব্যাগ তৈরির অনুরোধ করেছিলেন জেন বার্কিন। বিমানে বসেই দ্যুমা ব্যাগটির নকশা তৈরি করেন। সেখান থেকেই ‘বার্কিন ব্যাগ’-এর জন্ম।
নিলামে বিক্রি হওয়া ব্যাগটি ছিল জেন বার্কিনের ব্যবহার করা প্রথম বার্কিন ব্যাগ। চামড়ার তৈরি ব্যাগটির ফ্ল্যাপে খোদাই করা রয়েছে তার নামের আদ্যক্ষর ‘জেবি’। দীর্ঘ ৯ বছর ধরে ব্যবহারের পরও ব্যাগটি এখনো দারুণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে নিলাম কর্তৃপক্ষ।
প্রথমবার ১৯৯৪ সালে ক্যান্সার রোগীদের সহায়তা করতে একটি সেচ্ছাসেবী সংস্থার উদ্দেশে ব্যাগটি নিলামে তুলেছিলেন জেন বার্কিন। পরে ২০০০ সালে এক ফরাসি সংগ্রাহক তা কিনে নেন। সর্বশেষ, ২০২৫ সালে ফোনের মাধ্যমে এক জাপানি ক্রেতা ব্যাগটি ১০ মিলিয়ন ডলারে কিনে নেন।
নিলাম সংস্থা জানিয়েছে, ফ্যাশনসংক্রান্ত কোনো শৌখিন জিনিসের বিক্রিতে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম। উল্লেখ্য, হার্মেস এখনো বার্কিন ব্যাগ তৈরি করে, যার দাম শুরু হয় প্রায় ১০ হাজার ডলার থেকে।
প্রসঙ্গত, ২০২৩ সালে ফ্রান্সে মৃত্যু হয় অভিনেত্রী জেন বার্কিনের। তাঁর নামের সঙ্গে যুক্ত এই ব্যাগ আজও বিশ্ব ফ্যাশন জগতে এক অনন্য প্রতীক হয়ে রয়ে গেছে।