ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ফয়সাল মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ওই উপজেলার কুট্টাপড়া গ্রামের রাকিব মিয়ার ছেলে। এ ঘটনায় ২০ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মোটরসাইকেলে চড়া নিয়ে সূর্যকান্তি ও ধরন্তি গ্রামের দুই যুবকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে উভয় গ্রামের লোকজন রাতে কালিকচ্ছ বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় সংঘর্ষকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহতদের মধ্যে হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সংঘর্ষ থামাকে পুলিশকে ৫০-৬০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে।