রুনা আক্তার (১২) নামের ৭ম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা শরিফা বেগম বাদী হয়ে নয়ন মিয়া (২০) ও রফিকুল মিয়াকে (৪৫) আসামি করে সরাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।
নয়ন মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের রফিকুল মিয়ার ছেলে। সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় অপহরণের ঘটনা ঘটে। সে ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।
থানার অভিযোগ ও মেয়েটির মায়ের কাছ থেকে জানা গেছে, উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরিয়া গ্রামের মৃত সবুজ মিয়ার মেয়ে ও অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৭শ্রেণীর ছাত্রী রুনা আক্তার প্রতিদিনের মতো সোমবার সকালে স্কুলে যায়। দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে আসার পথে স্কুলের সামনের রাস্তা থেকে নয়ন মিয়া রুনা আক্তারকে জোরপূর্বক তুলে একটি সিএনজিতে করে উপজেলা সদরের দিকে চলে যায়। স্কুল ছুটির পর রুনা বাড়িতে না যাওয়ায় তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে ওইদিন সন্ধ্যার দিকে সাক্ষীদের কাছে তার মেয়ে অপহরণের খরব পায় রুনার মা শরিফা বেগম।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এ ব্যাপারে মেয়েটির মায়ের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।