ব্রাজিলের মাটিতে গেল সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কিন্তু নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নিয়ে সেই ম্যাচে নামায় বাধ সেধেছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ। ফলে পাঁচ মিনিট পরই বন্ধ হয়ে গিয়েছিল খেলা, ম্যাচটা মাঠে গড়ায়নি আর।
এবার ফিফা জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটা আবারও মাঠে গড়াবে। তবে নিষেধাজ্ঞার কারণে আর্জেন্টিনা দলে পাবে না চার খেলোয়াড়কে।
(সোমবার) এক বিবৃতিতে ফিফা জানিয়েছে বিষয়টি। তবে ব্রাজিল-আর্জেন্টিনার এ মহারণ কবে মাঠে গড়াবে সে কথা জানানো হয়নি সেই বিবৃতিতে। তবে নতুন ঘোষণা অনুসারে ব্রাজিল হারিয়েছে ম্যাচটা আয়োজন করার দায়িত্ব। ফিফা জানিয়েছে, ম্যাচটা অনুষ্ঠিত হবে নিরপেক্ষ এক ভেন্যুতে।
সেই ম্যাচ নিয়ে ঘোষণা এখানেই শেষ নয়। ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দেশের ফেডারেশনকেই জরিমানার মুখে পড়তে হয়েছে।
নতুন ঘোষণা অনুসারে লিওনেল স্ক্যালোনির দলের শক্তি ক্ষুণ্ণ হয়েছে অনেকটাই। সেই ম্যাচে মূল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যাদের খেলাকে ঘিরে, সেই চারজনকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। সেই চার খেলোয়াড় হলেন, ক্রিশ্চিয়ান রোমেরো, এমিলিয়ানো মার্টিনেজ, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও জিওভানি লো চেলসো।