প্যারাগুয়ের বিপক্ষে হার দিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছিল আর্জেন্টিনা। ছন্দ হারানো দলটি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছেও হেরেছে ৩-১ গোলের বড় ব্যবধানে। আজ ‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ’ টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে পেরুর বিপক্ষে জয়ের মুখ দেখেছে আলবিসেলেস্তেরা।
আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় এস্তাদিও অলিম্পিকোতে পেরুর বিপক্ষে মাঠে নামে মেসি-ডি মারিয়াদের জুনিয়ররা। আর্জেন্টিনার হয়ে জয়সূচক এক মাত্র গোলটি করেন জিনো ইনফান্তিনো। প্রথমার্ধের ৪১তম মিনিটে একমাত্র গোলটি করেন জিনো।
শেষ পর্যন্ত পেরু গোল পরিশোধ করতে না পারলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এবার পরের রাউন্ডে যেতে হলে আলবিসেলেস্তেদের তাকিয়ে থাকতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের দিকে। সেলেসাওদের কলম্বিয়ার বিপক্ষে জয়ই কেবল আর্জেন্টিনাকে পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখতে পারে।
পয়েন্ট তালিকার সমীকরণ অনুসারে ব্রাজিলের কলম্বিয়াকে হারাতে হবে তাহলে শেষ ম্যাচে আর্জেন্টিনা স্বাগতিক কলম্বিয়ার সঙ্গে জয় তুলে নিলেই চলে যাবে পরবর্তী রাউন্ডে। আর আজ সেলেসাওরা যদি কলম্বিয়ার সঙ্গে ড্র করে কঠিন সমীকরণের মুখে পড়বে আর্জেন্টিনার যুবারা।