ইউরোপিয়ান ফুটবলে ব্যক্তিগত অর্জনে এগিয়ে যাওয়ার দৌড়ে এবার বেশ প্রতিদ্বন্দ্বীতা চলছে লিওনেল মেসি এবং আর্লিং হলান্ডের মধ্যে। একজন ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে নিজের প্রথম মৌসুমেই জিতেছেন ট্রেবল, ভেঙেছেন অনেক রেকর্ড, অন্যজম পিএসজির হয়ে লিগ শিরপার সঙ্গে সবথেকে বড় অর্জন হিসেবে মুঠোবন্দী করেছেন বিশ্বকাপ শিরোপা। ফলে, মেসি-হলান্ড কেউই পিছিয়ে নন কারো থেকে। কদিন আগেই আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে টপকে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন হলান্ড। এবার ব্যালন ডি অরের ক্ষেত্রেও এ দুজনের মাঝেই হতে চলেছে মূল প্রতিদ্বন্দ্বীতা।
গতকাল বুধবার রাতে প্রকাশিত হয়েছে এ মৌসুমে ব্যালন ডি অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা। এতে নাম আছে মেসি-হলান্ড দুজনেরই। এ দুজনের সঙ্গে আছেন ফ্রান্স এবং পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের নামও। তবে প্রাথমিক এ তালিকায় স্থান হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমার জুনিয়রের।
ব্যালন ডি অর পুরসকারের জন্য মনোনীত করার ক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে ক্লাব ফুটবল এবং দেশের হয়ে অর্জনকে। এ কারণেই এগিয়ে আছেন মেসি এবং হলান্ড। আর্জেন্টাইন অধিনায়ক নিজ দেশের হয়ে বিশ্বকাপ জিতে দূর করেছেন ৩৬ বছরের শিরোপা খরা। একই সাথে পিএসজির হয়ে লিগ ওয়ান শিরপাও জিতেছেন তিনি। অন্যদিকে হলান্ড সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবথেকে বেশি গোল করার রেকর্ডও ভেঙেছেন তিনি।
ফলে ব্যালন ডি অর পাওয়ার ক্ষেত্রে এবার এগিয়ে আছেন মেসি-হলান্ডই। এমবাপে পিএসজির হয়ে লিগ শিরোপা জিতেছেন, বিশ্বকাপেও চজিলেন সর্বোচ্চ গোলস্কোরার। তবে চ্যাম্পিয়ন্স লিগে তেমন একটা ভালো করতে পারেনি তার দল। এ কারণেই ব্যক্তিগত এ পুরস্কার পাওয়ার দৌড় থেকে বেশ খানিকটা পিছিয়ে গেছেন তিনি।
ব্যালন ডি’অরের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ জনের তালিকা
ভিক্টর ওসিমেন, কিলিয়ান এমবাপ্পে, লুকা মড্রিচ, হ্যারি কেইন, রবার্ট লেভানডস্কি, আন্তোনিও গ্রিজমান, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, রদ্রি, মার্টিন ওডেগার্ড, আর্লিং হালান্ড, ইকাই গুনদোয়ান, হুলিয়ান আলভারেজ, ইয়াসিন বোনো, ভিনিসিয়ুস জুনিয়র, করিম বেনজেমা, মোহামেদ সালাহ, জামাল মুসিয়ালা, জাস্কো গার্ভাদিওল, আন্দ্রে ওনানা, কোলো মুয়ানি, জুড বেলিংহ্যাম, ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, বুকায়ো সাকা, এমি মার্টিনেজ, নিকোলাস বারেল্লা, রুবেন দিয়াজ, কাভিচা কাভারাৎসখেলিয়া, কিম মিন-জে।