কয়েকটি ব্যাংক থেকে ঋণ বিতরণের মাধ্যমে টাকা সরিয়ে নেয়ার আলোচনার প্রেক্ষাপটে ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে রোববার (২৭ নভেম্বর) সচিব সভায় এ নির্দেশনা দিয়েছেন। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জানিয়েছেন, জঙ্গি বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। এ সময় সাতক্ষীরার শ্যামনগরকে ‘সি’ গ্রেডের পৌরসভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যেসব উন্নয়ন কাজ দ্রুত শেষ করা যাবে, সেক্ষেত্রে দীর্ঘসূত্রিতা না করতে সরকার প্রধান নির্দেশ দিয়েছেন বলে এ সময় উল্লেখ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম। আরও জানান, দেশে যেন খাদ্য সংকট না হয়, এজন্য আমদানি ও উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।