সম্মেলনের প্রথম দিন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন আসিয়ান নেতারা। তাঁরা বলেন, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক নিরাপত্তা উদ্বেগজনক পর্যায়ে আছে। দ্রুত শান্তিপ্রক্রিয়া বাস্তবায়ন না করলে মিয়ানমারকে একঘরে করার হুমকি দেন তাঁরা।
গতকাল শনিবারের সম্মেলনে দক্ষিণ কোরীয় নেতা ইউন ভবিষ্যৎ সংকট মোকাবিলায় চীন ও জাপানকে নিয়ে ত্রিপক্ষীয় সংলাপের প্রস্তাব করেন। এর মধ্যে নেতাদের নিয়ে বিশেষ সম্মেলনও থাকবে। এর মাধ্যমে যুদ্ধের প্রভাব, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি–সংকটের মতো বিষয়গুলো মোকাবিলা করা যাবে। তিনি বলেন, উত্তর কোরিয়া যে পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে তা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি। এর জন্য এক সুরে কথা বলতে হবে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও একই সুরে কথা বলেন। চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের সঙ্গে আলোচনায় তিনি দুই দেশের মধ্যে আরও গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ার কথা বলেন।
বাইডেন তাঁর বক্তব্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক নিয়মকানুন বজায় রাখতে মার্কিন প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দেবেন বলে জানান একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। বিশ্লেষকেরা অবশ্য বলছেন, সম্মেলনে বাইডেনের উপস্থিতিতে কূটনৈতিক সম্পর্কে কোনো নাটকীয় পরিবর্তন ঘটবে না। তবে ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দক্ষিণ–পূর্ব এশিয়া প্রোগ্রামের প্রধান গ্রেগ পোলিং বলেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর চার বছর মেয়াদে একবারও আসিয়ান সম্মেলনে যোগ দেননি। তবে এবারের সম্মেলনে বাইডেনের উপস্থিতি থেকে যুক্তরাষ্ট্র আবার স্বাভাবিক কূটনীতিতে ফিরেছে তা প্রতীয়মান হয়।’
নমপেনের কয়েকটি বৈঠকে যুক্ত হবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাও রয়েছেন সেখানে। আসিয়ানের সঙ্গে তিনি সহযোগিতা চুক্তি করেছেন। এশিয়ার কয়েকটি দেশের নেতার সঙ্গে তিনি পৃথক বৈঠক করবেন। তাঁদের কাছে রাশিয়ার ইউক্রেন আক্রমণের ঘটনায় নিন্দা জানানোর আহ্বান জানাবেন তিনি।
গণতন্ত্রে ফিরুন, মিয়ানমারের জান্তাকে গুতেরেস জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারে অবিলম্বে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশটির জান্তার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল কম্বোডিয়ায় আসিয়ান সম্মেলন চলাকালে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। গুতেরেস মনে করেন, মিয়ানমারকে ‘অন্তহীন দুঃস্বপ্ন’ থেকে মুক্ত করার এটিই একমাত্র পথ। গত বছরের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমার রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে আছে। তখন থেকে এ পর্যন্ত হাজারো মানুষের মৃত্যু হয়েছে।
এদিকে আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার বালিতে বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট জি-২০ সম্মেলন শুরু হচ্ছে। আসিয়ান সম্মেলন থেকে অনেক নেতা সেখানে যাবেন। এরপর ব্যাংককে অনুষ্ঠিত হবে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশন (এপিএসি) সম্মেলন। বালিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধি হিসেবে থাকবেন লাভরভ। সম্মেলনে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার আগে জলবায়ু–সংকট মোকাবিলায় বিশ্বব্যাপী একযোগে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার মিসরের শারম আল-শেখের লোহিত সাগরের রিসোর্টে কপ-২৭ জলবায়ু সম্মেলনে দেওয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।