নতুন মৌসুম শুরুর আগেই এবার দুঃসংবাদের মুখোমুখি হয় রিয়াল। অনুশীলনে চোট পেয়ে এ মৌসুমের জন্য দল থেকে ছিটকে গেছেন দলের প্রাণভোমরা গোলরক্ষক থিব কোর্তোয়া। তবে বেলজিয়ান এ তারকাকে ছাড়া খেলতে নেমে কাল জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে তারা। আর এতে দুর্দান্ত খেলে সবার নজর কেড়েছেন বুরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে আসা বেলিংহাম।
গতকাল ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। দানি কারভাহালের পাস থেকে বল পেয়ে দলএ প্রথম এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।
এরপর ম্যাচের ৩৬ মিনিটে বেলিংহামের গোলে আবারও এগিয়ে যায় রিয়াল। ডেভিড আলাবার কাছে থেকে ডি বক্সে বল পেয়ে দুর্দান্ত এক শট নেন তিনি। আর তাতে বল টার্ফে একবার ড্রপ খেয়ে গোল পোস্টের বাঁ পাশের কোণ দিয়ে খুঁজে নেয় জাল। এ গোলের সঙ্গে সাদৃশ্য আছে রিয়ালের সাবেক কিংবদন্তী জিনেদিন জিদানের করা এক গোলেরও। এক ম্যাচ খেলা বেলিংহামের সঙ্গে ইতিমধ্যেই জিদানের ছায়া দেখতে পাচ্ছেন স্প্যানিশ জায়ান্টদের ভক্তরা।
এদিকে করিম বেনজেমা দল ছাড়ার পর কাল মৌসুমের প্রথম ম্যাচে সম্পূর্ণ নতুন এক ফরমেশনে রিয়ালকে খেলিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ৪-১-২-১-২ ছকে দুই ব্রাজিলিয়ান রদ্রিগো এবং ভিনিসিয়ুসের উপরই ছিল আক্রমণের দায়িত্ব যাদের পিছনে ছিলেন বেলিংহাম। মাঝমাঠের দায়িত্ব ছিল অরেলিয়ানো চুয়ামেনি, এদুয়ার্দ কামাভিঙ্গা এবং ভালভার্দের কাঁধে। রক্ষণ সামলেছেন কারভাহাল, আলাবা, এদের মিলিতাও এবং আরেক অভিষিক্ত ফান্সিসকো গার্সিয়া।
এদিকে কাল প্রথম ম্যাচে জয়ের দিনে রিয়ালে আবারও হানা দিয়েছে চোট। দ্বিতীয়ার্ধ্বে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে যেতে হয়েছে মিলিতাওকে। বড় কোনো চোট হলে হয়তো লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে চলে যেতে হবে তাকে। আর তাতে করে চিন্তা ভাঁজ পড়বে কোচ আনচেলত্তির কপালে।
এদিকে দ্বিতিয়ার্ধ্বে বেশ কয়েকবারই রিয়ালকে পরীক্ষায় ফেলেছে বিলবাও। তবে শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। ফলে নিজেদের প্রথম ম্যাক্সে কাল জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা।