বেলারুশের প্রখ্যাত বিরোধী নেতা মারিয়া কোলেসনিকোভাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বড় বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন তিনি। এই কারাদণ্ডকে অনেকেই গত বছরের বিতর্কিত নির্বাচনের পর সরকার সমালোচকদের ব্যাপক নিপীড়নের সর্বশেষ পদক্ষেপ বলে মনে করছেন।
মারিয়া কোলেসনিকোভা এবং আরেক বিরোধী কর্মী জিনাকের বিরুদ্ধে উগ্রবাদিতা এবং অসাংবিধানিক উপায়ে রাষ্ট্র ক্ষমতা দখলের অভিযোগ আনা হয়। রাজধানী মিনস্কে এক রুদ্ধদ্বার বিচারে তাদের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় অভিযুক্ত জিনাককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর কর্তৃত্বপরায়ণ সরকারের বিরুদ্ধে গত বছর বেলারুশে গড়ে তোলা হয় একটি সমন্বয় কাউন্সিল। এর তিন নারী সদস্যের একজন হলেন মারিয়া কোলেসনিকোভা। এক সময়ের সঙ্গীতশিল্পী কোলেসনিকোভা গত বছরের নির্বাচনে বিরোধীদের প্রচারণার গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে কোলেসনিকোভাকে গ্রেফতার করে সীমান্তে নিয়ে গিয়ে তাকে দেশ ছাড়তে বলা হয়। এর বদলে তিনি পাসপোর্ট ছিড়ে ফেলে বাইরে যেতে অস্বীকৃতি জানান।