বেনাপোল সীমান্তের মহিষাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ১১টার সময় বেনাপোলের পুটখালি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রাম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নে পুটখালি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লাভলু সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুটখালি ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে চোরাকারবারিরা অস্ত্রের একটি চালান নিয়ে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।