ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের অ্যাডভান্সড কমিউনিকেশন অ্যান্ড কালচার, ফিল্ম প্রোডাকশন ও ইন্টারমিডিয়েট ইলেক্ট্রনিক জার্নালিজম কোর্সের শিক্ষার্থীরা ‘বেদে সম্প্রদায়ের জীবন জীবিকা’ শিরোনামে একটি ফিল্ড ট্রিপ সম্পন্ন করে। এতে তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন যোগাযোগ ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের প্রভাষক মো. মাহাদী হাসান।
কোর্স ওয়ার্কের অংশ হিসেবে, মোট দশ (১০) জন শিক্ষার্থী দুটি (২) গ্রুপে ভাগ হয়ে ‘ফোকাস গ্রুপ ডিসকাশন’ পদ্ধতিতে বেদেদের জীবন, জীবিকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও এর ভিডিও চিত্র ধারণ করে।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক মো. মাহাদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু শ্রেণীকক্ষের শিক্ষার সাথে সম্পৃক্ত না থেকে যত বেশি মাঠ গবেষণায় অংশগ্রহণ করবে, তারা তত বেশি বাস্তবমুখী শিক্ষা অর্জনে সচেষ্ট হবে। এতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন এবং জ্ঞান উৎপাদনের দক্ষতাও বৃদ্ধি পাবে।
কয়েকজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ফিল্ড ট্রিপ এবারই তারা প্রথম করলো। গদ বাধা ক্লাসরুম শিক্ষা পদ্ধতির বাইরে এসে এই ফ্লিড ট্রিপ তারা আনন্দের সাথে উপভোগের পাশাপাশি বেদে সম্প্রদায়ের মানুষদের জীবন-জীবিকা বিষয়ক অনেক নতুন কিছু জানতে পেরেছে। বাস্তবমুখী জ্ঞান অর্জনের জন্য এই ধরনের ফিল্ড ট্রিপ অন্যান্য কোর্সে থাকলে তাদের পড়াশোনায় আগ্রহ আরও বাড়বে বলেও জানান তারা।
বিশ্ববিদ্যালয় থেকে প্রায় পঁচিশ (২৫) কিলোমিটার দূরবর্তী, সাভারের বংশী নদীর পাড় ঘেঁষে গড়ে উঠা বেদে পল্লীতে গিয়ে শিক্ষার্থীরা এই ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণ করে। এ সময় তাদের স্বাগত জানিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করেন বেদে স্থানীয় পৌর কাউন্সিলর রমজান আহমেদ স্থানীয় সাংবাদিক আহমাদ সোহান সিরাজী, দেওয়ান ইমন ও বেদে সরদার স্বপন মিয়া।