ক্রিকেটে ক্রমশই বেড়েছে প্রচারণার পরিধি। আর তাতে বেটিং কোম্পানির প্রচারণার আগ্রহ দেখা যায় বেশি। তবে বেটিং কোম্পানির প্রচারণা লোগো ক্রিকেটারদের জার্সিতে থাকায় আলোচনা তৈরি হয়েছে। কদিন আগেই এমন চুক্তি করে বিপাকে পড়েন সাবেক কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অবশেষে এবার ক্রিকেটারদের দুশ্চিন্তামুক্ত করতে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে অনুমতি দিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বেটিং বা জুয়া বিশ্বের বিভিন্ন দেশেই বৈধ। সামাজিক কারণে বাংলাদেশে জুয়া নিষিদ্ধ। সাকিব আল হাসান একটি বেটিং সাইটের বিজ্ঞাপনের জন্য চুক্তি করতে গেলে গত তুমুল বিতর্ক তৈরি হয় । পরে সে চুক্তি থেকে সরে আছেন বাংলাদেশের শীর্ষ তারকা। এবার সেই নিষেধাজ্ঞা দিয়ে সরে আসছে আইসিসি। এ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানায়, টেস্ট এবং ওয়ানডে জার্সিতে বেটিং প্রচরনার লোগো ব্যবহার করতে পারবে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দলগুলো। তবে এমন অনুমতি কেবল দ্বিপাক্ষিক সিরিজের জন্য। কিন্তু আইসিসির টুর্নামেন্টে বেটিং কোম্পানির লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা থাকছে এখনও।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, আইসিসি ইভেন্টে বেটিং কোম্পানির প্রচারণা চালানো যাবে না। তবে দলগুলো দ্বিপক্ষীয় সিরিজে তাদের জার্সিতে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করতে পারবে।
এদিকে আইসিসি অনুমোদন দিলেও ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে বেটিং কোম্পানির লোগো ব্যবহার করবে না ইসিবি। এটি তাদের দুর্নীতিবিরোধী নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। তাই তারা আগের জায়গায় অটল থাকছে, এমনটাই জানায় দ্য টাইমসের প্রতিবেদনটি।
কয়েকদিন আগে বেটিং কোম্পানির প্রচারণায় জড়িয়ে আলোচনায় এসেছেন ব্রেন্ডন ম্যাককালাম। নিজেকে এই কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে উল্লেখ করেছেন নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটার। বিজ্ঞাপনটি নিয়ে অভিযোগ ওঠার পর গুগল নিউজিল্যান্ড থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়। এরপর ২২ বেট কোম্পানির বিজ্ঞাপনের বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এখন আছেন চাকরি হারানোর শঙ্কায়।
কারন ইসিবির গ্যাম্বলিং নীতিমালায় বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বেটিংয়ে অংশ নেওয়া এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রলুব্ধ করা, প্ররোচিত করা, উৎসাহিত করা বা অন্য কোনো পক্ষকে কোনো ম্যাচ বা প্রতিযোগিতার ফলাফল, অগ্রগতি, আচরণ বা অন্য কোনো দিক সম্পর্কে বাজিতে প্রবেশে সহায়তা করায় নিষেধ আছে।