ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান ঢাকা টেস্টে। দুই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনে শনিবার চা বিরতির পর আর বল মাঠে গড়ায়নি। আজ দ্বিতীয় দিনের নির্ধারিত সময়েও শুরু হয়নি খেলা। বৃষ্টির কারণে বিলম্বিত হচ্ছে খেলা।
প্রথম দিনে ৯০ ওভারের মধ্যে শেষ করা গেল মাত্র ৫৭ ওভার। ৩৩ ওভার বাকি রেখেই দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। আলোকস্বল্পতা আর বৃষ্টি বাংলাদেশ দলের হতাশাকে অবশ্য আড়াল করতে পারল না। আজ স্বাগতিক বোলাররা একেবারেই সুবিধা করতে পারেননি। প্রথম দিনে পাকিস্তান হারিয়েছে মাত্র ২ উইকেট। তাদের স্কোর বোর্ডে উঠেছে ১৬১ রান।
আজ দ্বিতীয় দিন ম্যাচের সময় আধাঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। তবে তার আগেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এজন্য দ্বিতীয় দিনে এখনো মাঠে গড়ায়নি বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট।