প্রবল বর্ষণে মাটি সরে গিয়ে রৌমারী উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের পাঁচটি ঘর ভেঙে পড়েছে। ভেঙে যাওয়া ঘর দ্রুত মেরামতের জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা বগারচর গ্রামে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে ৩৫টি ভূমিহীন পরিবারের জন্য ঘর নির্মাণকাজ চলমান রয়েছে। আশ্রয়ণ কেন্দ্রে গাইড ওয়াল না থাকায় বৃষ্টিতে ঘরের পাশের মাটি সরে গিয়ে পাঁচটি ঘর ভেঙে পড়ে।
হরিণধরা গ্রামের হাবিবুর রহমান বলেন, আশ্রয়ণের ঘর নির্মাণের সময় খুব কাছে থেকে ড্রেজারে বালু উত্তোলন করেছে। বালু উত্তোলন করায় গভীর গর্ত হয়। গত সোম ও মঙ্গলবার অতিবৃষ্টি হওয়ায় মাটি ধসে পড়ে পাঁচটি ঘর ভেঙে পড়েছে। বালুমাটির ওপর ঘর নির্মাণ করায় আরো তিনটিতে ফাটল ধরেছে। দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম মাস্টার বলেন, ‘প্রবল বর্ষণে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো ভেঙে পড়েছে। এই অবস্থা দেখে বোঝা যায়, কাজ খুব মানসম্মত হয়নি।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, ‘বৃষ্টির কারণে বালু সরে গিয়ে পাঁচটি ঘর ভেঙে গেছে। ঘরগুলো দ্রুত মেরামতের কাজ চলছে।’ উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, ‘আশ্রয়ণ কেন্দ্র রক্ষায় গাইড ওয়াল নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গাইড ওয়ালের কাজ শুরু করার আগেই বৃষ্টিতে বালুমাটি সরে গিয়ে ঘরগুলো ভেঙে যায়।’