বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ২১ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। শিক্ষক পদ ১। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ (ক) অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/- (খ) সহকারী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- ২। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ সহযোগী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০/-
৩। রসায়ন বিভাগ সহযোগী অধ্যাপক-এর ২ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০/- ৪। পুরকৌশল বিভাগ (ক) সহযোগী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০০০০-৭১২০০/- (খ) সহকারী অধ্যাপক-এর ৩ টি স্থায়ী পদ। বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০/- ৫। গণিত বিভাগ সহকারী অধ্যাপক-এর ১ টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- ৬। গ্লাস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ সহকারী অধ্যাপক-এর ১ টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- ৭। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ সহকারী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- ৮। আই.আই.সি.টি সহকারী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- ৯। ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং সহকারী অধ্যাপক-এর ২ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/-
১০। স্থাপত্য বিভাগ (ক) সহকারী অধ্যাপক-এর ৩ টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- (খ) লেকচারার-এর ২ টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- ১১। কেমিকৌশল বিভাগ (ক) সহকারী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- (খ) লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- ১২। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ (ক) সহকারী অধ্যাপক-এর ১ টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- (খ) লেকচারার-এর ১ টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- ১৩। যন্ত্রকৌশল বিভাগ (ক) সহকারী অধ্যাপক-এর ২ টি পদ। ১ টি স্থায়ী ও ১ টি অস্থায়ী (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০/- (খ) লেকচারার-এর ২ টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/-
১৪। পানি সম্পদ কৌশল বিভাগ লেকচারার-এর ২ টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/- আবেদন প্রক্রিয়া: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (রেজি-১) ফরমে সকল অতীত ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৫ সেট আবেদনপত্র রেজিস্ট্রার-এর বরাবরে জমা দিতে হবে। তারমধ্য থেকে ১ সেটের সাথে ৩ কপি সত্যায়িত ছবি এবং কম্পট্রোলার বুয়েট-এর অনুকূলে প্রদেয় ৩য় ও ৪র্থ গ্রেড (বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/- ও ৫০০০০-৭১২০০/-) পদে আবেদনের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা ও অন্যান্য গ্রেড পদে আবেদনের জন্য ৭৫০/-(সাতশত পঞ্চাশ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় জমা দিয়ে টাকার রশিদ সংযুক্ত করতে হবে।