ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। টিভি মিউজিক চ্যানেলের এক সঞ্চালককে অপহরণ করেন বছর একত্রিশ বছরের এক যুবতী। জানা গেছে, ডিজিটাল মার্কেটিং-র ব্যবসা রয়েছে ওই যুবতীর। বিবাহ বিষয়ক একটি ওয়েবসাইটে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছিল কোনো ছদ্মবেশী। সে ছবি মনে ধরে ওই তরুণীর। আকৃষ্ট হয়ে কথা শুরু করেন। দুই বছর চলে তাদের কথোপকথন। তরুণী সিদ্ধান্ত নেন বিয়ে করবেন তরুণকে।
এরপর ওই যুবতী বিভিন্ন প্রোফাইল ঘেঁটে ওই সঞ্চালকের নম্বর খুঁজে বের করেন। তাকে মেসেজ করে জানান যে অচেনা এক ব্যক্তি তার ছবি ব্যবহার করে ম্যাট্রিমনিয়াল সাইটে অ্যাকাউন্ট চালাচ্ছে। সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগও জানান ওই সঞ্চালক। এরপরও থামেননি ওই যুবতী। সঞ্চালককে টানা মেসেজ করতে থাকেন। বাধ্য হয়েই অ্যাঙ্কর যুবতীর নম্বর ব্লক করে দেন।
ধৈর্যের বাঁধ ভাঙে ব্যবসায়ী তরুণীর। কথা বলতে না পেরে উপস্থাপককে অপহরণ করার ফন্দি করেন। নিজের পছন্দের কথা বোঝাতেই এই পরিকল্পনা আঁটেন তিনি। তার নির্দেশে গত ১১ ফেব্রুয়ারি চার ব্যক্তি ওই যুবককে অপহরণ করেন। মারধর করে ওই যুবককে নিয়ে যান ওই যুবতীর অফিসে। ভয়ে ওই টিভি অ্যাঙ্কর যুবতীর শর্তে রাজিও হয়ে যান। তারপর ওই যুবতী তাকে ছেড়ে দেন।
এদিকে ঘটনাট প্রকাশের পর থেকেই তোলপাড় ভারতজুড়ে। এরইমধ্যে মাঠে নেমেছে দেশটির পুলিশ। অপহরণে অংশ নেওয়া ওই চার ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। ওই তরুণীর হাতেও উঠেছে হাতকড়া।