পুরো বিশ্বের নারী নির্মাতাদের তৈরি সিনেমাগুলোর মধ্যে থেকে সেরা ১০০ সিনেমার তালিকা তৈরি করেছে বিবিসি। এই কাজে ৮৪টি দেশের ৩৬৮ জন সিনেমা বিশেষজ্ঞ নিয়োজিত ছিলেন।
২০১৮ সালে বিবিসি সেরা ১০০ বিদেশী ভাষার ছবির একটি তালিকা তৈরি করেছিল যার মধ্যে মাত্র ৪টি ছিল নারী নির্মাতার তৈরি। প্রথম ২০টি ছবির মধ্যে নারী নির্মাতার তৈরি কোনো ছবি স্থান পায়নি। বিষয়টি নিয়ে তখন তুমুল আলোচনা-সমালোচনা হয়। এরপর শুধুমাত্র নারী নির্মাতাদের তৈরি সিনেমার একটি তালিকা তৈরির কাজ শুরু করে বিবিসি। ২০১৯ সালে তালিকাটি প্রকাশ করে তারা।
৭৬১টি সিনেমার মধ্য থেকে ৩৬৮ জন সিনেমা বিশেষজ্ঞদের ভোটে চূড়ান্ত তালিকায় স্থান করে নেয় ১০০ সিনেমা। এই সিনেমা বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন আফগানিস্তান, জিম্বাবুয়ে সহও ৮৪টি দেশের সমালোচক, সাংবাদিক, ফেস্টিভ্যাল প্রোগ্রামার এবং অ্যাকাডেমিক। তাদের মাঝে ১৮৫ জন ছিলেন নারী, ১৮১ পুরুষ, একজন তৃতীয় লিঙ্গের এবং একজন নিজের লিঙ্গ পরিচয় দিতে অনিচ্ছুক ছিলেন।
১০০ সিনেমার তালিকার ১ নম্বরে আছে বিশ্বখ্যাত সিনেমা ‘পিয়ানো’। ১৯৯৩ সালের এই ছবিটি নির্মাণ করেন জেন ক্যাম্পিয়ন। দ্বিতীয় স্থানেই আছে ফরাসি কিংবদন্তী নির্মাতা আনিয়েস ভার্দার ‘ক্লিও ফ্রম ফাইভ টু সেভেন’। এছাড়াও আছে লইস ওয়েবারের নির্বাক ছবি ‘সুজ (১৯১৬)’, জোয়ানা হোগের ‘দ্য সুভেনির (২০১৯), সেলিন স্কিয়ামার ‘পোট্রেট অব অ্যা লেডি অন ফায়ার (২০১৯)’ সহ আরও অনেক জনপ্রিয় সিনেমা।
তালিকার বেশিরভাগ ছবিই নব্বইয়ের দশকের। আমেরিকা, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, তিউনিশিয়া, চেক রিপাবলিক সহ নানা দেশের ছবি স্থান পেয়েছে তালিকায়।
নারী নির্মাতাদের তৈরি সেরা একশো ছবির তালিকা দেখতে ক্লিক করুন।