তীব্র তাপদাহ ও শুষ্ক মৌসুম দেখছে বিশ্বের বেশিরভাগ অংশ। গরমে পুড়ছে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু অংশ। এমন সময়ে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে শীতের মৌসুম। দেশটিতে বছরের প্রথম তুষারপাতের দেখা মিলেছে। বৈশ্বিক ভৌগলিক অবস্থানের কারণে বিশ্বের বেশিরভাগ অঞ্চলের চেয়ে বিপরীত মৌসুম থাকে অস্ট্রেলিয়া ও এর আশপাশের অঞ্চলগুলোতে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় শীতের শুরুতেই দক্ষিণ-পূর্বে প্রবল বাতাস, তুষার ও শিলাবৃষ্টি দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া ব্যুরো বলছে যে, এটি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে।
সোমবার সিডনি থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) পশ্চিমে ওবেরনে তুষারপাত হয়েছে। এর আগে আবহাওয়া ব্যুরো দক্ষিণ-পূর্ব এবং আলপাইন অঞ্চলে ভেড়া চাষীদের এ বিষয়ে সতর্ক করে বলেছিল যে, তাদের পশুরা ঠাণ্ডা ও ভেজা পরিস্থিতিতে মারা যেতে পারে।
ওবেরনের বাসিন্দা ওয়েন্ডি স্ট্যান্টন তুষার সম্পর্কে বলেন, ‘এটি এত ঘন হবে বলে আশা করিনি। এটি গতকাল বিকেলে (রবিবার) শুরু হয়েছিল এবং এটি চলতেই থাকে। আমি যখন উঠলাম, তখন সবকিছুই তুষারে ঢাকা ছিল।’
পেরিশার স্কি রিসর্টে গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার (৩.৯৪ ইঞ্চি) তুষার পড়েছে। স্কি মৌসুম শুরু হওয়ার ঠিক এক মাস আগে এমনটি দেখা গেল।
আবহাওয়া ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ ডিন নারামোর সোমবার নাইন নিউজকে জানিয়েছেন, পূর্ব উপকূল বরাবর তাপমাত্রা শরৎকে উপেক্ষা করে সোমবার সকালে শূন্যের নিচে নেমে যায়।
সিডনি বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, শক্তিশালী বাতাসের কারণে রবিবার শেষ থেকে সোমবার দুপুরের আগে বিমানবন্দর দুটি রানওয়ে বন্ধ করা হয়েছে। এতে সিডনিতে ফ্লাইট বিলম্বিত হয়েছিল।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাজধানী ক্যানবেরা রবিবার তুষারে ঢেকে গিয়েছিল। যদিও দিনভর তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে এটি গলে যায়।