টোকিও অলিম্পিকে আরেকবার স্বর্ণ উঠল কেলেব ড্রেসেলের গলায়। সাঁতারে ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন তিনি। এর জন্য অবশ্য নিজের গড়া আগের বিশ্বরেকর্ড ভেঙেছেন যুক্তরাষ্ট্রের এই সাঁতারু।
আজ শনিবার টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে ৪৯ দশমিক ৪৫ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার বাটারফ্লাইয়ে প্রথম হয়েছেন ড্রেসেল। এই বিভাগে আগের রেকর্ডটিও তাঁর ছিল। এর আগে ২০১৯ সালে গুয়াঞ্জুতে হওয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্সশিপ্সে ৪৯ দশমিক ৫০ সেকেন্ড টাইমিং করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ড্রেসেল।
এবারের আসরে এই নিয়ে তিন ইভেন্টে স্বর্ণ জিতলেন ড্রেসেল। এর মধ্যে দুটিই ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণ। আরেকটি দলীয় ইভেন্টের স্বর্ণ।
গত বৃহস্পতিবার ১০০ মিটার ফ্রি-স্টাইলে স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের ড্রেসেল। ওইটাই ছিল এবারের ইভেন্টে তাঁর প্রথম ব্যক্তিগত সোনার পদক। ওই বিভাগে রুপা জিতেছেন কাইল চার্লমেয়ার্স। ব্রোঞ্জ জিতেছেন রাশিয়ার ক্লাইমিন্ট।