বিশ্বজুড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ২০২৪ সালে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্ট বলছে, এ মৃত্যুদণ্ডের ৯০ ভাগই হয়েছে ইরান, সৌদি আরব ও ইরাকে।
তথ্যমতে, ২০২৪-এ সারা পৃথিবীর মৃত্যুদণ্ডের নিরিখে সবার উপরে রয়েছে ইরান। ২০২৪-এ মোট ৯৭২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ২০২৩-এ দেয়া হয়েছিলো ৮৫৩ জনকে। খবর ডয়চে ভেলের।
সৌদি আরবে ২০২৪ সালে ৩৪৫ জনের মৃত্যুদণ্ড হয়েছে। ২০২৩-এর তুলনায় যা দ্বিগুণ। অন্যদিকে, ইরাকে ৬৩টি মৃত্যুদণ্ডের ঘটনা ঘটেছে ২০২৪-এ।
যদিও অ্যামনেস্টির রিপোর্ট অনুযায়ী মৃত্যুদণ্ড দেয়ার নিরিখে শীর্ষে রয়েছে চীন। যে পরিমাণ তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে ওই মানবাধিকার সংস্থা জানিয়েছে ২০২৪-এ চীনে মৃত্যুদণ্ড হাজার ছাড়িয়েছে। যদিও চীনের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়া এবং ভিয়েতনামেও মৃত্যুদণ্ডের সংখ্যা বাড়ছে বলে মনে করেছে ওই সংস্থা।