বিশ্বচ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েও যেতে পারছেন না আয়রনম্যান আরাফাত

‘আয়রনম্যান আরাফাত’ নামে পরিচিত সাবেক ঢাবি শিক্ষার্থী মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত মূলত একজন বাংলাদেশি ট্রায়াথলেট। তিনিই প্রথম বাঙালি যিনি আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেন এবং শেষ করেন। তিনবার আয়রনম্যান ফিনিশার হওয়ার জন্য আয়রনম্যান অল ওয়ার্ল্ড অ্যাথলেট-২০২০ থেকে অল ওয়ার্ল্ড অ্যাথলেট- সিলভার মেডেল পেয়েছিলেন তিনি।

বাংলাদেশের এই আয়রনম্যান এ বছরে দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তবে আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে সরাসরি কোয়ালিফাই করেও প্রতিযোগিতাগুলোয় অংশ নিতে পারছেন না শামসুজ্জামান। মূলত তিনি একজন ব্যাংক কর্মকর্তা। জানা গেছে যার জন্য নিজের কর্মস্থল থেকে এনওসি (অনাপত্তিপত্র) না পাওয়ায় এ দুই প্রতিযোগিতায় অংশ নেয়া হচ্ছে না বাংলাদেশি এ ট্রায়াথলেটের।

এ নিয়ে সোমবার (৭ আগস্ট) রাতে পোস্ট করা এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান ট্রায়াথলেট আরাফাত। স্ট্যাটাসে আরাফাত লিখেছেন, ‘আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ ও আয়রনম্যান ৭০.৩ বিশ্বচ্যাম্পিয়নশিপ ডিরেক্ট কোয়ালিফাই করেও অংশগ্রহণ করার জন্য অফিস থেকে এনওসি হলো না। অনেক মানুষ চেষ্টা করেছেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সরকারী আদেশও জারী করেছিল। জানি না কেন অনুমতি হলো না। নিজের মধ্যে এতো বড় অসহায় এবং হতাশবোধ এর আগে কখনো আসেনি।’

দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেও না যেতে পাওয়ার হতাশা নিয়ে তিনি লেখেন, ‘ছোট একজন মানুষ আমি। অফিসের ডেস্কের বাহিরে কোন স্বপ্ন দেখা উচিত না। সরাসরি নির্দেশনা পেয়েছি চাকরি করে স্পোর্টস করা যাবে না। কোন আন্তর্জাতিক স্পোর্টসে যাওয়া যাবে না। অফিস এবং স্পোর্টস একসাথে চলবে না!‘অনেক বড় অন্যায় করে ফেলেছি ২টি বিশ্বচ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করে! কতোগুলো স্বপ্ন! মাত্র তো শুরু হয়েছিলো যাত্রাটা। এই অল্প সময়ে থমকে যাবে!! বাংলাদেশ ক্ষমা করো! আমি পারলাম না!’

বিশ্বকাপ ফুটবলের মতো আয়রনম্যানের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে প্রতিবারই আলাদা করে নির্বাচিত হতে হয়। তারেই অংশ হিসেবে মালয়েশিয়া, ভারতসহ কয়েকটি দেশে কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে আরাফাত এ বছরে আয়রনম্যানের দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

এর একটি অর্ধ দূরত্বের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যা ২৬-২৭ আগস্ট ফিনল্যান্ডে অনুষ্ঠিত হবে। পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ ও আরাফাত অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এটি হবে ফ্রান্সে, আগামী ১০ সেপ্টেম্বর।

Related Posts

Next Post

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.