এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবী করা হয়েছে, টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার জন্য দায়ী বিসিবির দুই পরিচালকও। এছাড়াও টুর্নামেন্টে টাইগারদের ব্যাটিং অর্ডারে প্রতিনিয়ত রদবদলের জন্য প্রধান কোচ এবং অধিনায়ক একে অপরকে দায়ী করেছেন বলেও জানা গেছে।
পাপন বলেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’
এদিকে তদন্ত প্রতিবেদনে কমিটি যেসব পরামর্শ দিয়েছে তা নিয়ে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘অলরেডি কাজ হচ্ছে। আপনাদের তো বোঝার কথা। অনেক পরিবর্তন দেখার কথা এতদিন। আজ আমি বলেছি সবাইকে রিপোর্টটা দিয়ে দিতে। আর যে দুজনের নাম এসেছিল, আজ আমি তাদের পড়ে শুনিয়েছি প্রতিটি লাইন। যেসব নিয়ে আলাপ হচ্ছে সেসব কথা আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে উল্লেখ নেই।’