দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাত্র তিন দিন পরই পর্দা ওঠবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এ মেগা টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। আর এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ এবার বিশ্বকাপে খেলবে সাকিব আল হাসানের অধিনায়কত্বে। বিশসেরা অলরাউন্ডারের অধীনেই এবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে ভক্ত-সমর্থকরা। এদিকে এবারের আসরই হতে যাচ্ছে একদিনের ক্রিকেটে টাইগার অধিনায়কের সবশেষ বিশ্বকাপ।
সবশেষ ২০১৯ বিশ্বকাপে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব। টুর্নামেন্টের এক পর্যায়ে ছিলেন সর্বোচ্চ রান গ্রাহকদের তালিকার শীর্ষে। সেই আসরে বাংলাদেশ আরও কয়েকটি ম্যাচ খেলতে পারলে হয়তো টুর্নামেন্ট সেরা ব্যাটারের খেতাব নিয়েই শেষ করতে পারতেন বিশ্বসেরা অলরাউন্ডার।
২০১৯ সালের সেই বিশ্বকাপে ব্যাট হাতে সবথেকে বেশি রান করেছিলেন রোহিত শর্মা। ভারতীয় এই ব্যাটার করেছিলেন ৯ ম্যাচে ৬৪৮ রান। আর ৮ ম্যাচ খেলা সাকিব করেছিলেন ৬০৬ রান, দুইটি সেঞ্চুরির পাশাপাশি করেছিলেন ৫টি হাফ সেঞ্চুরিও। সেবার সর্বোচ্চ রান গ্রাহকদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন তিনি। এবারের বিশ্বকাপেও ব্যাট হাতে সাকিবের এমন পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ।
এদিকে সেবার টুর্নামেন্টের সবথেকে বেশি রানের মালিক না হতেও পারলেও অন্য একটি পরিসংখ্যানে সাকিব আছেন সবার শীর্ষে। এমনকি তিনি পেছনে ফেলেছেন বিরাট কোহলি, রোহিত, ডেভিড ওয়ার্নারদের মত তারকা ক্রিকেটারদেরও।
এখনো খেলা চালিয়ে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে সবথেকে বেশি রানের মালিক সাকিব। এখনো পর্যন্ত আইসিসির এই মেগা টুর্নামেন্টে ২৯ ম্যাচ খেলা টাইগার অলরাউন্ডার করেছেন সর্বমোট ১১৪৬ রান। সব মিলিয়ে ২ টি শতকের পাশাপাশি তাঁর আছে ১০টি ব্যক্তিগত অর্ধশতক। এ তালিকায় দুইয়ে আছেন কোহলি। ভারতীয় ব্যাটার বিশ্বকাপে মোট ২৬ ম্যাচ খেলে করেছেন ১০৩০ রান। আর ১৮ ম্যাচে ৯৯২ রান করে তালিকার তিনে আছেন অস্ট্রেলীয় ব্যাটার ওয়ার্নার।
সাবেক এবং বর্তমান ক্রিকেটার সব মিলিয়ে বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় সাকিব আছেন ৯ নম্বরে। এবারের বিশ্বকাপেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে টাইগার অধিনায়ক নিজের মাইলফলককে আরও এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশাই করছেন ভক্ত-সমর্থকরা।