চলতি বছরের অক্টোবরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। এরেই মধ্যে ঘোষণা হয়েছে বিশ্বকাপের সূচি। যেখানে ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৫ অক্টোবর শুরু হবে এই মেগা ইভেন্ট। ১৯ নভেম্বর একই ভেন্যু দিয়ে পর্দা নামবে ১৩তম এই আসর। আর এই টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান।
তবে নিরাপত্তা ইস্যুর জন্য বাবর-কোহলিদের বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটির সূচিতে পরিবর্তন নিয়ে আসছে আইসিসি ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবর হবে। যে কারণে সূচিতে আরো বদল আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
বর্তমান সূচি অনুযায়ী ১৪ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ। একই দিনে আছে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচও। তাই একদিনে তিন ম্যাচ হওয়ায় সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। পরিবর্তিত এই সূচি চলতি সপ্তাহের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে আইসিসি এমনটায় জানায় ক্রিকইনফো।
এ নিয়ে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানায়, বিশ্বকাপের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন এনে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বিসিসিআই। ভারত-পাকিস্তান ম্যাচসহ বেশ কিছু ম্যাচের সূচিতে আসছে পরিবর্তন। এরই মধ্যে পরিবর্তিত সূচি পিসিবির কাছে পাঠানো হয়েছে। যেখানে সম্মতি প্রকাশ করেছে সংস্থাটি।
ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের সূচিতেও আসছে পরিবর্তন। ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। বদলে যাবে আফগানিস্তান-ইংল্যান্ডের ম্যাচের সূচিও। তবে ভারত-পাকিস্তান ম্যাচের দিন অর্থাৎ ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এ ম্যাচের সূচি অপরিবর্তিত রাখলে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।