অষ্টম আসরের নারী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু হবে আগামীকাল। প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে শ্রীলঙ্কা। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কেপ টাউন, পার্ল এবং জিকেবেরহাতে। নক আউট পর্বের সবগুলো খেলা গড়াবে কেপটাউনে।
অপরদিকে আসরের ফাইনাল ম্যাচটি হবে ২৬ ফেব্রুয়ারি। তবে নির্ধারিত তারিখে খেলায় বড় ধরনের কোনো সমস্যা হলে ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।
অপরদিকে গ্রুপ-১, বাংলাদশের সাথে শিরোপা জিততে লড়বে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ। এছাড়া গ্রুপ-২, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড।
২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা গ্রুপ পর্বের খেলায় প্রতিটি দল তাদের গ্রুপের অন্য চারটি দলের সঙ্গে একবার মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল।
বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা :
তারিখ | দল | ভ্যানু |
১২ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | কেপটাউন |
১৪ ফেব্রুয়ারি |
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া | জিকেবেরহা |
১৭ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | কেপটাউন |
২১ ফেব্রুয়ারি | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | কেপটাউন |