ভারতের মাটিতে চলমান ওয়ানডে বিশ্বকাপে আজ মুখোমুখি হবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে দুপুর আড়াইটায় মুখোমুখি হচ্ছে সাবেক এই দুই বিশ্বচ্যাম্পিয়ন। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই আজকের এই ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ।
পাকিস্তানের বিপক্ষে আজকের এই ম্যাচ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার কাছে। কেননা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের আসরে এখনো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যাটে বলে জ্বলে ওঠতে পারেননি স্টিভ স্মিথ- মিচেল স্টার্করা। অজিরা এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলে হেরেছে দুইটিতেই।
অন্যদিকে এবারের আসরে প্রথম দুই ম্যাচ জয়ের পর পাকিস্তান তৃতীয়টিতে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। এরপর থেকেই বাবর আজমদের বিরুদ্ধে হয়েছে অনেক সমালোচনা। আজ তাই অজিদের হারিয়ে ফের জয়ের ধারায় ফিরতে চাইবে তারা।
গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘পাকিস্তান শক্তিশালী দল। বিশেষ করে তাদের বোলিং লাইনআপকে ভয়ংকর বলব। তবে তাদের বোলিং মোকাবিলা করতে আমাদের বিশেষ কোনো পরিকল্পনা নেই। ম্যাচ জিততে হলে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে ভালো করতে হবে।’
অন্যদিকে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তান অধিনায়ক বাবরও। তিনি বলেন, ‘আগের ম্যাচ আমাদের কাছে অতীত। এখন পরিকল্পনা অস্ট্রেলিয়া ঘিরে। ওরা দারুণ দল। তারপরও বিশ্বাস করি সেরা খেলা খেলতে পারলে জয় সম্ভব।’