সুপার সিক্সের গ্রুপ ওয়ানে পড়েছে বাংলাদেশ। লাল সবুজের দলের বাকি পাঁচ প্রতিপক্ষ হলো ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ড। এই পর্বে প্রতি গ্রুপে ছয়টি করে দল থাকলেও দুটি করে ম্যাচ খেলবে সবাই।সে অনুযায়ী সেমিফাইনালে উঠার মিশনে পাকিস্তান ও নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
তাই এ ম্যাচে হারলেই সেমিফাইনালের আগে বিদায়ঘণ্টা বেজে যাবে জুনিয়র টাইগারদের। আবার পাকিস্তানকে হারালেও বাংলাদেশ সেমিতে উঠবেই, তা নিশ্চিত করে বলা যায় না। সে ক্ষেত্রে অনেক ‘যদি-কিন্তু’র সমীকরণ মেলাতে হবে লাল-সুবজ প্রতিনিধিদের। তবে সেমির রেসে থাকার জন্য মাহফুজুর রহমান রাব্বি ব্রিগেডের জন্য প্রথম শর্ত, হারাতে হবে পাকিস্তানকে।
এছাড়া সেমিফাইনালে উঠতে হলে সুপার সিক্সের দুই ম্যাচেই জেতার বিকল্প নেই বাংলাদেশের। কেননা টাইগার যুবদের পিছিয়ে রাখছে প্রথম পর্বে ভারতের বিপক্ষে হার। কারণ সুপার সিক্স থেকে সেমিতে উঠার সমীকরণে ভূমিকা রাখবে প্রথম পর্বের পয়েন্ট। কাজেই সুপার সিক্সে নিজেদের ম্যাচ জেতার পাশাপাশি অপেক্ষায় থাকতে হবে সেরা হয়ে উঠা অন্য দলগুলোর ম্যাচের ফলের দিকেও।
সুপার সিক্সে উঠা দলগুলোর মধ্যে প্রথম পর্বের জয়-পরাজয়ের ভিত্তিতে ঠিক হয় ক্যারি পয়েন্ট। প্রথম পর্বে বাংলাদেশ জিতেছিল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র সুপার সিক্সে না উঠায় এই পয়েন্ট ক্যারি হবে না। অর্থাৎ সুপার সিক্সে ২ পয়েন্ট নিয়ে শুরু করবে মাহফুজুর রহমান রাব্বিরা।
প্রথম ম্যাচ আগামীকাল ৩১ জানুয়ারি ব্লুমফন্টেইনে নেপালের বিপক্ষে খেলবে তারা। ৩ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটির ভেন্যু বেনোনি।