অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনার নাম। আজ (মঙ্গলবার) লাতিন আমেরিকার দেশটির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এতে করে কোয়ালিফাই না করেও টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে আলবিসেলেস্তেরা।
আগামী ২০ মে থেকে ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের এবারের আসর। তবে ইসরাইলের অংশ নেওয়াকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় তৈরি হয় অস্থিরতা। আর সেই অস্থিরতার কারণেই দেশটি থেকে একেবারে শেষ মুহূর্তে এসে সরিয়ে নেওয়া হয় বিশ্বকাপের আয়োজন।
এর আগে ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার বিবৃতির পরপরই বিশ্বকাপ আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছিল আর্জেন্টিনা। আর নাম দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে কেউ আগ্রহ না দেখানোয় আর্জেন্টিনাই যে এবারের আসরে আয়োজক হচ্ছে তা অনুমেয় ছিল। শুধুমাত্র বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণার। সবশেষ আজ (মঙ্গলবার) ফিফা চূড়ান্তভাবে আর্জেন্টিনার নাম ঘোষণা করল।
এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে, এই বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আর্জেন্টিনায় অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের বর্তমান চ্যাম্পিয়নরা ভবিষ্যতের সুপারস্টারদের জন্য তাদের দুয়ার খুলে দিয়েছে।’
চলতি বছরের ২০ মে মাঠে গড়াবে এবারের আসর। যা চলবে ১১ জুন পর্যন্ত। এর আগে আগামী ২১ এপ্রিল সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, টুর্নামেন্টটির ইতিহাসে সফলতম দল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয়বার তারা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছে।