গত বছর ভরাডুবির হতাশা নিয়ে আরব আমিরাতে বিশ্বকাপ খেলে ফিরেছিল বাংলাদেশ। মূল পর্বে কোনো জয়ই পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। চলতি বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টকে ঘিরে টাইগারদের প্রস্ত্ততির জন্য অস্ট্রেলিয়ার মাটিতে দুই সপ্তাহের ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বিশ্বকাপের আগে অ্যাডিলেড বা পার্থে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল এসব তথ্য জানিয়েছেন।
বিসিবির এ পরিচালক বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকায় দল দুইটা ভাগ হয়ে যাবে। দোহা থেকে টেস্ট ক্রিকেটাররা কেপটাউন চলে যাবে। গ্যারি কারস্টেনের একাডেমিতে প্রস্ত্ততি নিবে। আমি মনে করি এটা খুব কাজে দিবে। খেলা কেমন হবে সেটা মাঠেই দেখা যাবে। তবে ভালো প্রস্ত্ততির চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। তবে আমরা খুব সহজ হতে দিব না। আমরা সেরা ক্রিকেট খেলার সেরা চেষ্টা করব।’আইপিএলের কারণে সিরিজে দক্ষিণ আফ্রিকার কয়েক জন শীর্ষ ক্রিকেটার নাও থাকতে পারেন। তবে সেসব নিয়ে ভাবনা নেই বিসিবির। প্রোটিয়াদের বিরুদ্ধে ভালো কিছু করাই বাংলাদেশের মূল টার্গেট।