আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশিষ্টজনের সঙ্গে আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ বৈঠকে আটজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বৈঠকে ২৫ থেকে ৩০ জন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। যদিও বৈঠকে আট বিশিষ্টজন ছাড়া বাকিরা দর্শকের ভূমিকায় থাকবেন। সিইসি ও বাকি চার কমিশনার বিশিষ্টজনের পরামর্শ শুনবেন এবং তাদের দেওয়া বিভিন্ন সুপারিশ আমলে নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আর অতিথিরা হলেন— জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিষ সৈকত, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা, আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার, প্রথম আলোর সহকারী সম্পাদক সারফুদ্দিন আহমেদ, গাজী টিভির হেড অব নিউজ ইকবাল করিম নিশান, এখন টিভির সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, দৈনিক আমার সংবাদ সম্পাদক মো. হাশেম রেজা, দ্য ডেইলি অবজারভারের অনলাইন ইনচার্জ কাজী আব্দুল হান্নান, যুগান্তরের সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক মাহবুব কামাল, মাইটিভির হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকত, বিবি আছিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক (সিইও) মো. মনির হোসেন এবং মোহনা টিভির নিউজ এডিটর (ভারপ্রাপ্ত সিএনই) আব্দুর রউফ।