ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে বিপিএলের ফিক্সিং ইস্যু। ইতোমধ্যে গত আসরের তিন ফ্র্যাঞ্চাইজি সন্দেহের তালিকায় রয়েছে বলে জানা গেছে। তবে এখনও তদন্ত রিপোর্ট হাতে আসেনি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড পরিচালকসহ কোচিং স্টাফের সদস্যরাও।
এদিন ফিক্সিং ইস্যু নিয়ে বিসিবি সভাপতি বলেন, আমাদের কাছে এখনও পর্যন্ত কোনও প্রতিবেদন আসেনি। প্রতিবেদন আসার কথা রয়েছে সামনের সপ্তাহে। আসার পর আমরা সিদ্ধান্ত নেব। আমাদের ছেলে-মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই খেলাটাকে রক্ষা করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়ে শতভাগ শৃঙ্খলা রক্ষার চেষ্টা করব।
দুর্নীতি বিষয়ে ক্রিকেটারদের শেখানোর কথা জানিয়ে বুলবুল বলেন, চার্টারে ক্রিকেট ইনটিগ্রেটি এডুকেশন রাখা হয়েছে, সারাদেশে যারা ক্রিকেট খেলে এবং খেলার সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের এডুকেশনের জন্য এটা করা হয়েছে। তারা তখন জানতে পারবেন বাংলাদেশের আইন, ইসলামিক আইন, ধর্মীয় আইন ও মূল্যবোধ সম্পর্কে। সবমিলিয়ে আমরা চেষ্টা করব এই খেলাটাকে আরও কীভাবে সুন্দর করে রক্ষা করা যায়।
এ ছাড়াও বাংলাদেশ নারী দলের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, আমাদের নারী ক্রিকেটাররা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে। তারা এই মুহূর্তে প্রশিক্ষণ করছে বিকেএসপিতে, তাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছি এবং খুব তাড়াতাড়ি বসব।
তিনি আরও বলেন, তারা যে প্রস্তুতি নিচ্ছে সেটিকে ভালো প্রস্তুতি বলা যাবে না। আমরা কথা বলেছি ক্রিকেট অপারেশন্সের সঙ্গে কীভাবে আরও ভালো কিছু করা যায়।