আগামীকাল রোববার থেকে সিলেটে বিপিএলের টিকিট পাওয়া যাবে। এবার ঘরে বসে অনলাইনে (www.gobcbticket.com.bd) টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়াও মধুমতি ব্যাংক ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বুথে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।
১৫০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ছাড়াও গ্রীণ হিল এরিয়া, শহিদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট কাটা যাবে। ইস্টার্ন গ্যালারি ২৫০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ৬০০ টাকা। এছাড়াও গ্রান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা।
ঢাকার প্রথম পর্ব শেষে চায়ের দেশ সিলেটে বিপিএল শুরু হচ্ছে আগামী ৬ জানুয়ারি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হওয়া পর্বটি চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। যেখানে প্রতিদিনই হবে দুটি করে ম্যাচ। সিলেট পর্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি।