দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটের তারিখ ঘোষণা করা হয়েছে। বিপিএলের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দল গোছাতে শুরু করেছে। ২৩ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ ধরেই চলছে প্রস্তুতি।
এদিকে, আসন্ন আসরে বিদেশি ক্রিকেটার নিয়ে দেখা দিয়েছিল দারুণ শঙ্কা। কারণ, বিপিএল চলাকালীন আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়াবে। যদিও ড্রাফটের আগে বিদেশি খেলোয়াড় ভেড়ানোর ক্ষেত্রে বাধ্যবাধকতা উঠানোয় বেশ কিছু ভালো মানের তারকাকে নিজেদের করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর সেখানে পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল খেলার অনুমোদন পাওয়া রেখেছে বড় ভূমিকা।