লালমনিহাটের বিদ্যুতায়িত হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী হাড়িখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কমলা বেগম (৫৫) ও তার ছেলে জামাল হোসের (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গোয়াল ঘরে চার্জে রাখা অটোরিকশায় প্রথমে জামাল হোসেন বিদ্যুতায়িত হয়ে পড়ে। বিষয়টি তার মা কমলা বেগম দেখে তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলে দুজনে মারা যান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।