বিদেশে অবস্থানরত যাদের পাসপোর্ট বাতিল হয়েছে, তাদের নতুন করে পাসপোর্ট দেওয়া হবে না, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন বাংলাদেশি বিদেশে, বিশেষ করে ভারতে পালিয়ে গেছেন। তাদের মধ্যে অনেকের পাসপোর্ট বাতিল হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান, বাতিল হওয়া পাসপোর্টের বদলে সরকার নতুন পাসপোর্ট দেবে না, তবে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হতে পারে।
ভারতে বাংলাদেশি রাজনীতিবিদরা ট্রাভেল পাস ব্যবহার করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশি মিশন শুধুমাত্র দেশে ফিরে আসার জন্য ট্রাভেল পাস ইস্যু করতে পারে। অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট প্রয়োজন, যা আর ইস্যু হবে না।
৫ আগস্টের পর কতজন বিদেশে পালিয়ে গেছেন এ বিষয়ে সুনির্দিষ্ট তালিকা নেই বলে জানান তিনি। অন্য দেশের সঙ্গে যোগাযোগের বিষয়েও বলেন, যদি প্রয়োজন মনে করা হয়, তবে তা চাওয়া হতে পারে।
এদিকে, বিদেশে থাকা যাদের বিরুদ্ধে মামলা চলছে, তাদের আদালতে হাজির করতে বলা হলে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, জানিয়েছেন উপদেষ্টা।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান সংক্রান্ত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি, যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জানার চেষ্টা চলছে।