জাতীয় দলের হয়ে খেলার থেকে বিদেশি লিগ খেলায় এবং ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেওয়ায়, আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, নাভিন উল হক এই তিন ক্রিকেটারকে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া আফগান বোর্ড জানিয়েছে, আগামী ২ বছর এই তিন ক্রিকেটারকে কোনো ধরনের এনওসি (ছাড়পত্র) প্রদান করবেন না তারা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।
এসিবির বিবৃতিতে বলা হয়, ‘এই তিন ক্রিকেটার আনুষ্ঠানিক ভাবে এসিবিকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের সরিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং জাতীয় দলে অংশগ্রহণের জন্য তাদের সম্মতি বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন। এই ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর না করার উদ্দেশ্য হল, টি-টোয়েন্টির বাণিজ্যিক লিগে খেলা। এখানে আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে, তাঁদের ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। চুক্তি থেকে তাঁদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এর আগে বিষয়টি তদন্তে একটি কমিটি নিয়োগ দিয়েছিল। ‘এসিবির স্বার্থে সেরা পদক্ষেপটি নিতে বিষয়টি পুরোপুরি তদন্তের’ পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
এসিবির কাছে সেই কমিটি তিন প্লেয়ারের শাস্তির যে বিধান দিয়েছে-
১) কেন্দ্রীয় চুক্তি না দেওয়া: ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই তিন খেলোয়াড় এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির যোগ্য হবেন না। এই ক্ষেত্রে, এসিবি প্রয়োজনে ইভেন্টগুলিতে তাঁদের অংশগ্রহণ বিবেচনা করবে এবং সিদ্ধান্ত নেবে।
২) অন্যত্র খেলার ছাড়পত্র দেওয়া হবে না: এই খেলোয়াড়দের দুই বছরের জন্য অন্যত্র খেলার ছাড়পত্র (এনওসি) দেওয়া হবে না। বাকি তাঁদের যাবতীয় যে এনওসি দেওয়া হয়েছে, তা অবিলম্বে বাতিল করা হবে।
৩. আইসিসি, এসিসি, সদস্য দেশ/ক্রিকেট বোর্ড এবং আফগানিস্তানের জনগণসহ ক্রিকেট সম্প্রদায়কে স্বচ্ছ ভাবে এসিবি তাদের অবস্থান জানিয়ে দেবে।