শনিবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় ছাত্র ঐক্যের মুখপাত্র ও ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আশিকুর রহমান জাকারিয়ার সঞ্চালনায় ‘সর্বদলীয় ছাত্র ঐক্য’র উদ্যোগে বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও জাতীয় শিক্ষানীতি সংস্কার’ বিষয়ে আলোচনা হয়।
সেমিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ বলেন, যারা শিক্ষানীতি বাস্তবায়ন করছে তারা ভুলে গেছেন যে, পশ্চিমারা যেভাবে তাদের শিক্ষাব্যবস্থাকে সাজিয়েছে তারা ১৩শ বছর আগের মুসলিমদের বায়তুল হিকমা তৈরি না করলে হয়তো আজকের এ অবস্থান পেতো না। দুনিয়ার শিক্ষা ব্যবস্থার যে উন্নতি তা মূলত মুসলমান সমাজ থেকেই এসেছে। যারা বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করছে তারা আমাদের বুঝাতে চায় হিন্দুত্ববাদ থেকে আমাদের শিক্ষা ব্যবস্থার সৃষ্টি। আসলে তা মোটেই সঠিক নয়।
এসময় শিক্ষা ব্যবস্থার নানা অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত বিশেষ কোনো কাজ বা গবেষণার কারণে গর্ববোধ করে তা নয়। মূলত বিভিন্ন সময়ে দেশের নানা ক্রান্তিকালে ছাত্র সমাজের ভূমিকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশংসিত। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানের অবনতির মূল কারণ দলীয়করণ করা। এর ফলে তাদের জবাবদিহিতা বিলীন হয়েছে। ফলে বিশাল অঙ্কের রিসার্চ ফান্ড থাকার পরও কোন ফলাফল নেই। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও পিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষানীতি সম্পর্কে তিনি বলেন, আমাদের দেশের শিক্ষা কারিকুলাম বাস্তব সম্মত নয়। ফলে আমাদের পর্যাপ্ত জনবল থাকার পরও আমাদের দেশের বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হচ্ছে। দেশের বিপুল জনগোষ্ঠী বেকার থাকার পরও বিদেশীদের দিয়ে কাজ করাতে হচ্ছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তন দরকার। যা কারিগরি, ধর্মীয় ও বাস্তবতার সাথে মিল রেখে শিক্ষানীতি প্রণয়ন করা জরুরী।
বেকারত্বের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশে বেকারত্ব হার ৪৭ শতাংশ। এরসাথে তরুণ বেকারত্ব বেড়েছে ১১ শতাংশ। দিনে দিনে দেশের বেকারত্ব বাড়ছে। অন্যদিকে বিদেশীরা এ দেশে কাজ করে বিপুল পরিমাণ টাকা বিদেশে নিয়ে যাচ্ছে। এই সমস্যা প্রতিরোধ করতে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই, সম্ভব নয়।
সেমিনারে যৌথভাবে প্রবন্ধ পাঠ করেন ছাত্র আন্দোলন এনডিএম এর কেন্দ্রীয় সভাপতি মাসউদ রানা জুয়েল ও জাগপা ছাত্রলীগ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী।
সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও অভিভাবক পরিষদের অন্যতম সদস্য মাওলানা জাকির হুসাইন।
বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী, বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুহাম্মদ মিলন, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ আহমদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি, ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি সানজিদুর রহমান শুভ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহমদ ইসহাক, ছাত্র জমিয়তের সাহিত্য সম্পাদক সাদ আমীর প্রমুখ।