স্বেচ্ছাব্রতী সংগঠন বিকশিক বাংলাদেশ ফাউন্ডেশন এর উদ্যোগে পঞ্চগড়ের বোদা উপজেলার তিনদিন ব্যাপী ফলজ চারা বিতরণ ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। নারীর ক্ষমতায়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রকল্পের আওতায় ৮০ জন উদ্যোক্তা নারীকে একটি করে বারি-৪ জাতের আম, আমড়া, মাল্টা, লেবু, লটকন ও পেয়ারাসহ মোট ৬ টি করে হাইব্রিড জাতের চারা দেয়া হয়। এর আগে বোদা উপজেলার কুমারপাড়া, সিপাইরকামাত, মীরপাড়া ও প্রামাণিকপাড়ার ৪ টি গ্রাম নিয়ে ৩ টি গ্রুপ গঠন করা হয়। প্রতিটি গ্রুপে ৩ ঘন্টার একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন বোদা উপজেলার কৃষি উপসহকারী কর্মকর্তা রাগিবুল ইসলাম লিমন, লিটন মহন্ত অনিকেত এবং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর প্রোগ্রাম অফিসার মালেকা বেগম। প্রশিক্ষণে কিভাবে চারা রোপন করতে হয়, চারা রোপন পরবর্তীতে কিভাবে গাছের পরিচর্যা করবে এবং পরিবারের খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে বাড়ির উঠানে সবজির বাগান কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।