ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় দুই বাংলাদেশি নাগরিককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরবর্তীতে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর তৎপরতায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বাংলাদেশি দুই ব্যক্তি হলেন রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলার বেতনা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার ৩৬৬/১-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে।
ওই সময় আরও তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেও তারা পালিয়ে বাংলাদেশে ফিরে আসে। পরে বিজিবি বিএসএফ-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনার চেষ্টা চালায়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ ঢাকা মেইলকে জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ফেরত পাওয়া দুই বাংলাদেশিকে আইনি প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।