রাজধানীর ধানমন্ডির সাইন্সল্যাব এলাকায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের হামলায় ১০ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে ধানমন্ডি থানা পুলিশ। এ ঘটনায় একটি দ্বিতল ডেকার বিআরটিসি বাস ও কয়েকটি প্রাইভেট কার ভাংচুর করা হয়।
মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
তিনি ঢাকা মেইলকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের নাম জানানো সম্ভব নয়। তাদের নামে এখনো মামলা হয়নি।
তিনি আরো বলেন, এ ঘটনায় বিএনপির কর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এতে বিভিন্ন টিমের ১০ জনের বেশি আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই সময় একটি বড় বাস ও কয়েকটি প্রাইভেট কার ভাংচুর করা হয়।
এ বিষয়ে রমনা জোনের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ করে হামলা করে। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে অবস্থিত পুলিশ বক্সেও হামলা চালায়।
তিনি বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।