শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা ও নিরাপত্তা জোরদার করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘যতদিন জঙ্গি সংগঠনগুলোকে বিএনপি-জামায়াতের মদদ থাকবে, ততদিন পর্যন্ত সাবধান থাকতে হবে। আমরা সাবধান থাকব।’
এ সময় দলীয় প্রতীকে অন্যান্য রাজনৈতিক দল স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগ কী করবে এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি ও দলের নীতি নির্ধারকেরা সিদ্ধান্ত নেবেন।
এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ গ্রামে আখাউড়া বড়বাজার ধরখার সড়কে পিসি গার্ডার ব্রিজ উদ্বোধন করেন। পাঁচ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ৯৬.১০ মিটার দীর্ঘ পিসি গার্ডার বনগজ ব্রিজের নির্মাণকাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাফিকুল ইসলাম সাফিসহ দলটির নেতাকর্মীরা।